Ek Dekhay Song Lyrics Bengali Song Sung by Imran Mahmudul. Music Composed by Imran Mahmudul. Ek Dekhay Lyrics In Bengali Written by Snahashish Ghosh and Song Programming Arrangements, Mixing and Mastering By Snahashish Ghosh.

Singer | IMRAN | PORSHI |
Song | Ek Dekhay | এক দেখায় |
Music | IMRAN |
Song Writer | Snahashish Ghosh |
Ek Dekhay Song full Lyrics
এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়,
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়।
সুখ বলে কিছু থাকে যদি এই পৃথিবীতে
তার সবই যেন আছে তোর ওই চোখের মণিতে।
এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়,
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়।।
তোর হাসি থেকে যেন মুক্ত ঝরে পড়ে
তোর মায়াভরা মুখটা, খুব যে মনে ধরে,
মনে কেন জানি তোকে চিনেছে ভীষণ
তুই ছাড়া লাগেনা আর কাউকে আপন।
এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়,
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়।।
রাতজাগা স্বপনে আজ ঘুমটা গেছে চলে
মন সারাক্ষণই শুধু তোর কথা যে বলে,
হাতে হাত রেখে তোকে বলছি যে শোন
আগলে রব যে তোকে সারাজীবন।
এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়,
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়।।