Bangla

Ek Mutho Icchera Lyrics (এক মুঠো ইচ্ছেরা) Akash Bhattacharya

Credits :
Singer – Akash Bhattacharya
Composer – @Akash Bhattacharya
Lyricist – Akash Bhattacharya
Music Production & Guitar – Akash Bhattacharya

খুব যেন কঠিন লাগে
পাইনা তোকে যখন এই মন টানে
শব্দেরা হারিয়ে যায়
ডুবে যায় ক্রমশো অভিমানে
একটু থেকে যেই ফিরে যাস
মন খারাপ এর বসবাস
থাকে যে বুকের গভীরে
একার অবকাশ

এক মুঠো ইচ্ছেরা
হাতছানি দিচ্ছে আজ,
থাকবে যে তোরই ঘরে
তু্ই কাছে নেই যখন
তোর ছবি তোর মতন
রাখবো যে সঙ্গী করে (২ বার)

অলিতে গলিতে শূন্যতা
শহর তা যেন থেমে থাকে,
শুধু তোর অভাবে
এদিকে ওদিকে চোটে মন
ঘরে ফিরে যেতে চায় প্রতিক্ষণ,
শুধু তোরই কাছে
যখনি চোখেতে চোখ রাখিস
অথবা নাম ধরে ডাকিস তুই,সময় থামে
কখনো কখনো ইচ্ছে হয়
রেখেদি তোকে যে যত্ন করে,এ হৃদয় খামে

একটু থেকে যেই ফিরে যাব
নিস্তব্ধ চারিপাশ
থাকে যে মনের গভীরে
একার অবকাশ

এক মুঠো ইচ্ছেরা
হাতছানি দিচ্ছে আজ,
থাকবে যে তোরই ঘরে
তু্ই কাছে নেই যখন
তোর ছবি তোর মতন
রাখবো যে সঙ্গী করে।।