Bangla

Ektai Tumi lyrics Bangla | Tahsan & Puja

Ektai Tumi Lyrics bangla Sung by Tahsan. অবুঝ মনে ঠিকানা, তুমি কি হবে মুগ্ধ আমার প্রেমে, জুড়িয়ে রবে মুখে বলোনা, কে তোমার অনুভবে

Ektai Tumi  lyrics Bangla
Ektai Tumi lyrics Bangla
Singer tahsan ,Puja
Singer একটাই তুমি
Music Sajid Sarker
Song Writer Shomeshwar Ol

 

Ektai Tumi Full lyrics Bangla

অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে?
মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে,
মুখে বলো না, কে তোমার অনুভবে এ..

আমার চোখের মাঝে তুমি যে কালো
স্বপ্ন ভুবন জুড়ে তোমারই আলো,
আমি তোমাকে বেসেছি কত ভালো
ও প্রিয়..

তুমি আমার, তুমি আমার,
এ সুখে হবে যে মরণ,
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ।

দুচোখে সাজানো ঘুম
কেড়ে তো নিয়েছো,
রাতের মতো করে কাছে রয়েছো।
এ মনে রেখেছো হাত, কি যে মায়াতে,
সুখের অনুভূতি ছোঁয়াতে ছোঁয়াতে।

তুমি শুধু যে আমারই থেকো
ও প্রিয় হো ..

তুমি আমার, তুমি আমার,
এ সুখে হবে যে মরণ,
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ।

অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে?
মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে,
মুখে বলো না, কে তোমার অনুভবে এ..

তুমি আমার, তুমি আমার,
এ সুখে হবে যে মরণ,
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ।