Bangla

Shada Shada Kala Kala Lyrics in bangla (সাদা সাদা কালা কালা) Hawa| Arfan Mredha Shiblu

Song Name : Shada Shada Kala Kala
Film Name : Hawa
Singer : Arfan mredha shiblu
Lyrics and Composition : Hashim Mahmud
Music : Emon Chowdhury

তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা
হইছি আমি মন পাগেলা বসন্ত কালে
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
পিরিত ভালা গলার মালা
বললে কি আর হয়
(আরে বললে কি আর হয় রে)
যারে ভালো লাগে আমার
দেখলে তারে
চোখে নেশা হয় রে বন্ধু
চোখে নেশা হয়
পিরিত ভালা গলার মালা
বললে কি আর হয়
যারে ভালো লাগে আমার
দেখলে তারে
চোখে নেশা হয় রে বন্ধু
চোখে নেশা হয়
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা
হইছি আমি মন পাগেলা বসন্ত কালে
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?
(আরে আমি যেন কি রে?)
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি

More Bangla song:

Keno kann pai